আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

সোনামসজিদ স্থলবন্দরে পাথরের গাড়িতে চোরাচালান, ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা

হাবিবুল বারি হাবিব : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর । প্রতিনিয়ত পাথর, পেঁয়াজ ও ফল সহ বিভিন্ন পণ্য বোঝাই হাজার হাজার ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এই বন্দর দিয়ে । দেশের অর্থনীতিতেও রাজস্ব আদায়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সোনামসজিদ স্থলবন্দর । কিন্তু মাঝে মধ্যেই পণ্য আমদানির আড়ালে চলছে অবৈধ চোরাচালান । তবে কোন অজ্ঞাত কারনে প্রায়ই ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন এর মূল হোতারা । সম্প্রতি গত ৩রা জুন ২০২৩ শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশের সময় ৩ টি পাথর বোঝাই ভারতীয় ট্রাকে পাথরের ভিতর থেকে ৮৫ টি ভারতীয় মোবাইল ফোন ও ১ টি ভারতীয় মদের বোতল উদ্ধার করে কাস্টমস ও বিজিবি । কিন্তু অবৈধ এসব পণ্য সহ ৩ টি ট্রাক জব্দ হলেও ধরা ছোঁয়ার বাইরের রয়েছেন ট্রাক চালক সহ মূল হোতারা । এতে হতাশা ব্যক্ত করছেন বিভিন্ন আমদানি ও রপ্তানি কারক ব্যবসায়ীরা । বন্দরের ভাবমূর্তি নষ্ট সহ রাজস্ব ঘাটতিতেও প্রভাব ফেলছে এসব চোরাচালানের ঘটনা । সম্প্রতি মোবাইল ফোন ও মদের বোতল উদ্ধার হওয়া ট্রাকে বোঝাইকৃত পাথরের আমদানী কারক ও দেশ ডিজিটাল স্কেল এর প্রোপ্রাইটর মো: আলহাজ্ব উমর ফারুক সুমন ঘটনার সাথে নিজের কোন সম্পৃক্ততা না থাকার কথা জানিয়ে বলেন, ভারতীয় চালকদের সাথে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীদের যোগাযোগ থাকে । চালকদের সাথে কথা বলেই মূলত তারা এসব অবৈধ পণ্য আমদানী করে থাকে । দীর্ঘদিন ধরে চলে আসা এমন চোরাচালানের ঘটনায় নিজেও বিব্রত বলে জানান এই আমদানি কারক । এসময় এসব ঘটনার সাথে জড়িতদের কঠোর ইন প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবী জানান তিনি । সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন বলেন, পণ্য বোঝাই ট্রাকে চোরাচালান খুবই দুঃখজনক । তবে এক্ষেত্রে গাড়ী চালক ও সহকারির ভূমিকা বেশি । আমরা প্রশাসনের নিকট তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছি । স্থলবন্দর কাস্টমস সুপার মো: ইউনুস আলী জানান, বন্দর দিয়ে চোরাচালানের ঘটনা অনেক দুঃখজনক । আমাদের সাধ্যমতো তা রোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি । সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সহায়তায় ৩ টি ভারতীয় ট্রাক থেকে ভারতীয় মোবাইল ফোন ও মদের বোতল উদ্ধার ও জব্দ করি । তবে চালক না থাকায় আমরা তাদের আটক করতে পারিনি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :