আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

শিবগঞ্জ সাহাপাড়ায় আলহেরা ইসলামিয়া মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়ায় আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া (মাদরাসা)’র স্থায়ী ক্যাম্পাসের  ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । সোমবার ২৪ এপ্রিল ২০২৩ সকালে আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার স্থায়ী  ক্যাম্পাসে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ মাওলানা আবুল কালামের পরিচালনায় ও প্রতিষ্ঠান সভাপতি মাওলানা  আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিশু শিক্ষার্থী আসিফা জান্নাত, উলমা জান্নাত, জামিলা জান্নাত ও হানিফা জান্নাত ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা  ইয়াতিম খানার সভাপতি মাওলানা আশরাফুল আলম সিফাত ও সরকারি প্রাবি প্রধান শিক্ষক (অব.) ও আলহেরা জামে মসজিদের সভাপতি জালাল উদ্দীন । এ সময় স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । শেষে প্রতিষ্ঠানের সহকারি সেক্রেটারি  আলহাজ মুসলিম উদ্দীন সর্দারের সমাপনী বক্তব্য, দোয়া ও আপ্যায়ন এবং হিফয বিভাগের নিস্পাপ  শিশু শিক্ষার্থীদের পবিত্র হাত  দিয়ে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপনের  মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :