হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ। মঙ্গলবার ১৯ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী সদর উপজেলার নয়াগোলা মোমিনপাড়ার মৃত ফাকুরুদ্দিনের ছেলে কায়েম উদ্দিন কামু (৩৯)। র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবনবাবগঞ্জ সদস থানার একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক উক্ত আসামীকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 19 October 2021, সময় : 3:58 PM
আপনার মতামত দিন :