আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, শিবগঞ্জের মর্দানায় আতঙ্ক : আটক-৬ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» ঈদে টানা ৫ দিনের ছুটিতে দেশ «» গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে খাদ্য শস্য বিতরণ «» আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চৌডালা ইউনিয়নে ৫ হাজার পরিবার পাচ্ছে ঈদ উপহার «» চাঁপাইনবাবগঞ্জ ল’ইর্য়াস কাউন্সিল এর ইফতার ও দোয়া মাহফিল

শ্রেষ্ঠত্বের পাওয়া উপহার জনকল্যাণ মূলক কাজে দিয়ে দিলেন ইউএনও আলমগীর

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ৬৪ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৭ম ও ৮ম স্থান অধিকার করেছে। এ জন্য সাবেক ইউএনও আলমগীর হোসেন প্রণোদনা হিসেবে ১০ হাজার টাকা পান।

তাৎক্ষণিক তিনি ঘোষণা দেন, জনকল্যাণ মূলক কাজে এ টাকা ব্যয় করবেন। এ ছাড়াও মানবসেবায় সাধ্য মত সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক ইউএনও আলমগীর হোসেন।

যাকাত সংগ্রহে সারা দেশের ৬৪ জেলার মধ্যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা ৭ম স্থান অধিকার করেছে। যা নিঃসন্দেহে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রশংসনীয় কাজ।

৭ম স্থান অধিকার করায় চাঁপাইনবাবগঞ্জের বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও সদর উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসনের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. তাজকির-উজ-জামান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, প্রতি বছর যাকাত আদায়ে দেশের ৬৪ জেলার মধ্যে যে ১০ জেলা সর্বোচ্চ আদায় করে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। সে জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন সরকারের তরফ থেকে প্রনোদনা পেয়ে থাকেন।

২০১৯-২০২০ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সারাদেশে ৮ম ও গত অর্থ বছরে ৭ম অবস্থানে ছিল বলেও জানা গেছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :