আজ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

নতুন ধান ঘরে তুলতে নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষক কৃষাণী

এমএ করিম : প্রকৃতির নিয়মে শরতের সাদা মেঘের ভেলা,মাটিতে প্রাণ সঞ্চার করে হিমেল হাওয়ার টানে শরৎমাড়িয়ে হেমন্ত এসেছে।

তবে অন্যান্য বারের মত এবারও সঙ্গে এসেছে হিম হিম মৃদু কুয়াশা ঘাসের কর্দম ময় মেঠো পথে ছড়িয়ে-ছিটিয়ে আছে শিউলি ফুলের মোহনীয় সুবাতাস।

হেমন্তর প্রথমভাগেই শরতের অনেকটাই বৈশিষ্ট্য অনুযায়ী আর তাই প্রকৃতির নিয়ম অনুসারে এই দুই শরতের বেশ অনেকটা মিল লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সাধারণত ছয় ঋতুর দেশ কার্তিক ও অগ্রহনের এই দুই মাসের মধ্য দিয়ে কুয়াশাছন্ন চাদর মোড়ানো শীতের মোহমহীতা,আর এই কনকনে ঠান্ডা চাদর মোড়ানো শীতের দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ অনেকটা কম,তবে শীতের রূপটি নিয়ে হেমন্তের সোনালী সকালের রোদ্রাস্কীত শরতের দুপুরের চারপাশে হেমন্ত হুল হুল করা আবেশ।

এদিকে,নবান্নের উৎসবে মেতে উঠেছে গ্রাম বাংলার কৃষক কৃষাণীরা,এবং কুয়াশা মাখানো শীতের শিশির রাত ও শিশিরস্নাত সকাল এবং কাঁচাসোনা সীমান্তের রৌদ্র মাখা স্নিগ্ধসৌম্য শীতের দুপুর, যা দেখে মনে সুখ এনে দেয় হুল হুল করা অাবেশ।

শুধু তাই নয় পাক-পাখালির কলকাকলিতে ভরা ঝুম কুয়াশায় ভিজানো শীতের সন্ধ্যা আর মেঘমুক্ত আকাশের জোসনা ডুবানো আলোকিত রাত, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্য হেমন্ত যেন আরো রহস্যময় করে তুলে।যা প্রতিবছরই প্রকৃতিতে এনে দেই এমন শীতের ভিন্ন মাত্রা।

এদিকে হেমন্তর মনতাকে ছাপিয়ে গ্রাম বাংলার কৃষক কৃষাণী কষ্টভুলে সুখময় মনের আনন্দে সবুজ মাঠে ধান ক্ষেতের নতুন সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে পাড়া গ্রামের কৃষক কৃষাণীরা।

সবুজ মাঠের ধান ক্ষেতে সোনালী হলুদ বর্ণের রংঙ ধারণ করায় মনের ভিতর অনাবিল সুখের বাসর বেঁধেছে গ্রাম বাংলার কৃষক কৃষাণীদের।এদিকে গ্রাম গঞ্জের মাঠে মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধে ভেসে উঠেছে গ্রামের অাশপাশ।

এসময় কৃষক-কৃষাণীদের একরাশি মুখে হাসি ধারণ করে সোনালী মাঠে ধান কাটার মহোৎসব নবান্নে বিভোর।এবং নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্নার আয়োজিত এমন সব উৎসবে কৃষাণ-কৃষাণীর মাতোয়ারা।

কৃষকের ঘরে এসময় কার্তিক মাসের মজুদ ফসল ফুরিয়ে যাওয়ায় কঠোর পরিশ্রমের মাধ্যমে বুকভরা অাশা ও ভরসা জমে থাকা সব মুখের হাসি নিয়ে মাঠে চলে ধান ক্ষেতে ফসল উৎপাদন ও সংগ্রহে সঙ্গীত আয়োজন করতে।

এছাড়াও,নতুন ধান কাটার মহোৎসব ও গুনগুনিয়ে মনের টানে গ্রাম গঞ্জের সোনালী ধানক্ষেতের মাঠে মাঠে কৃষক-কৃষাণীদের অানাগুনায় আনন্দে উচ্ছাসে নতুন ধানের নবান্নের উৎসবে মুখরিত করে গ্রামবাংলার চারপাশ ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :