আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম উজ্জ্বল «» শিবগঞ্জে হিলফুল ফুজুল পরিবার এর আয়োজনে দোয়া, ইফতার ও কুরআন বিতরণ «» শিবগঞ্জে হিলফুল ফুজুল পরিবার এর আয়োজনে দোয়া, ইফতার ও কুরআন বিতরণ

শিবগঞ্জে নামায প্রতিযোগিতায় অংশ নিয়ে ঈদের পাঞ্জাবী পেল ৪০ জন শিশু

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের নামায প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৪০ জন শিশু পেল ঈদের পাঞ্জাবী উপহার । উপজেলার শ্যামপুর কয়লারদিয়াড় এলাকায় কয়লারদিয়াড় ধৈন্যাপাড়া জামে মসজিদে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ফাউন্ডেশনের আহ্বায়ক মো: রবিন আলী জানান, রমজানের শুরুতেই আমরা এলাকায় ঘোষনা দিয়েছিলাম, যে সকল শিশুরা পুরো  রমজান মাস ৫ ওয়াক্ত নামায জামায়াতে আদায় করতে পারবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে । এই প্রতিযোগিতায় মোট ৪০ জন শিশু অংশগ্রহন করে এবং ১ জন শিশু রমযানের ৩০ দিনের মোট ১৫০ ওয়াক্ত নামাজই জামায়াতে আদায় করতে সক্ষম হয় । বাকি ৩৯ জন শিশু প্রসঙ্গত কারনে কিছু ওয়াক্ত নামাজ জামায়াতে পড়তে না পারলেও প্রতিযোগীতা শেষে শুক্রবার ১৪ মে ২০২১ পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে ১ম স্থান অধিকার কারী ১ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা সহ অংশগ্রহণকারী ৪০ জন শিশুকেই উপহার হিসেবে ঈদের নতুন পাঞ্জাবি প্রদান করা হয় । শিশুদের হাতে এসব পাঞ্জাবী তুলে দেন হিলফুল ফুজুল সংগঠনের আহ্বায়ক রবিন আলী, সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ । সংগঠনের আহ্বায়ক রবিন আলীর এমন উদ্যোগকে স্বাগত জানানো সহ প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেছেন এলাকাবাসী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :