নিউজ ডেস্ক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও দুর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মনোয়ার হোসেন তার নিজ উদ্যোগে এলাকার কর্মহীন ও আসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। রবিবার ২৬ এপ্রিল ২০২০ দুর্লভপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম ও সমাজসেবক মো: লিটন আলীর সহযোগীতায় এলাকার ৫৬ টি পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আটা, আলু ও তেল সম্বলিত খাদ্যসামগ্রী বিতরণ করেন মনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইয়াসিন আলী ও দুর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নেতাউর রহমান।
খাদ্যসামগ্রী বিতরণকালে মনোয়ার হোসেন বলেন, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এটি আমাদের এসব অসহায় ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।