মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ

শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:১০ অপরাহ্ন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে । শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয় । দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে । এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল । তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল ।সীমান্তের বাসিন্দারা জানান, দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিল বাংলাদেশীরা । তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেয় এবং বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাছ কেটে ফেলে । এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় । এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাত ও তাঁদের ছোঁড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হয় । স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: বাদশা বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয় । ভারতীয় লোকজন বাংলাদেশ ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় । এতে তিন বাংলাদেশি আহত হয় । এসময় ভারতীয়দের হাসুয়ার কালীগঞ্জ নামোটোলা এলাকার মেসবাহুল হক ও ফারুক এবং পাথরের আঘাতে রনি নামের আরেকজন আহত হয় । এ বিষয়ে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে, গাছ কেটে ফেলার বিষয়ে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং পরবর্তীতে বিষয়টি দুই দেশের ঊর্ধতন পর্যায়ে আলোচনা হয়ে সমাধান হবে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com