হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বাংলাদেশ শিক্ষক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫ বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ মিজানুর রহমান এর সন্ঞ্চালনায় এবং সাবেক অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আবু বকর সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম এবং নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক গণ উপস্থিত ছিলেন। আলোচনায় ছাত্র-শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। দেশ গঠনে ছাত্র ও শিক্ষক সমাজের ভূমিকা,সমাজে শিক্ষকের মর্যাদা বিষয়ে ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিরা।
শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 14 January 2025, সময় : 11:26 PM
আপনার মতামত দিন :