নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম “পৃথিবী সংবাদ” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে । রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পৃথিবী সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হাবিবুল বারি হাবিব এর সভাপতিত্বে এবং দৈনিক দিনকালের সাংবাদিক মোমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মো: আরিফ উদ্দিন (ইতি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মো: দুরুল হোদা আনসারি ও এসএ টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক আহসান হাবিব । অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবী সংবাদ সত্য প্রকাশের মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে । চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে এই সংবাদ মাধ্যমের পাশে থাকা সকলের উচিত । অনুষ্ঠানে আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করা হয় ।
পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 30 December 2024, সময় : 12:13 AM
আপনার মতামত দিন :