আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩

আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“সুস্থ দেহ সুন্দর মন, মাদকমুক্ত সারাক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী ২৬ জুন আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা ২০২৪ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আরিফ উদ্দিন । মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয় । শুক্রবার (২৮ জুন ২০২৪) বিকেলে রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তনে নন্দন সাহিত্য একাডেমী বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ এর সভাপতিত্বে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই” শীর্ষক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, নন্দন সাহিত্য একাডেমীর রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ড: মো: ফয়েজুর রহমান, নন্দন সাহিত্য একাডেমীর ডেপুটি রেজিস্ট্রার লায়ন আলহাজ্ব মো: আবুল মালেক, প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফেআরা রেহমান, একাডেমীর নির্বাহী পরিচালক মো: মোহসীন আলী ও নওগাঁ জেলার সভাপতি মো: শওকত আকবর । এসময় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আরিফ উদ্দিন কে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা ২০২৪ প্রদান করা হয় । এসময় তাঁর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ । এর আগেও মানব ও সমাজ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিজয় কেতন সহ বিভিন্ন সম্মাননা পান তিনি । জানতে চাইলে সম্মাননা প্রাপ্ত মো: আরিফ উদ্দিন জানান, দীর্ঘদিন থেকেই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সহ মানব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ভূমিকা রেখে আসছি এবং সামনেও তা অব্যহত থাকবে ইনশাআল্লাহ । তবে মাঝে মাঝে এমন সম্মাননা এসব ভালো কাজের উৎসাহটা আরো বাড়িয়ে দেয় । আন্তর্জাতিক এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানায় এলাকাবাসী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :