আজ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

তর্তীপুর মহাশ্মশান মেলায় নেই লোক সমাগম

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তর্তীপুর শ্মশানে প্রতি বছরের ন্যায় এ বছরও চলছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাশ্মস্বান মেলা । গত ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক গঙ্গাস্নান অনুষ্ঠিত হলেও গঙ্গাস্নান অনুষ্ঠানের পরেও কিছুদিন চলমান থাকে মহাশ্মস্বান মেলা । মেলায় প্রায় ১০-১৫ দিন পর্যন্ত কাঠের যাবতীয় আসবাবপত্র, মনোহারি দ্রব্যাদি, শিশুদের খেলনা ও অন্যান্য ব্যবহার্য দ্রব্য ও পন্য সহ চলমান থাকে বিভিন্ন বিনোদনের কেন্দ্র । মহাশ্মশানের দিন হিন্দু ধর্মাবলম্বীসহ মুসলিমদের উপচে পড়া ভিড় থাকলেও কমতে থাকে দিন দিন । তবুও ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি থাকে লক্ষণীয় । কিন্তু এ বছর মেলায় লোক সমাগম গত বছরের তুলনায় অনেকটাই কম । মেলায় দোকান বরাদ্দ নেয়া মনোহারি ব্যবসায়ী হজরত আলী, রিপন আলী ও কামাল উদ্দীন জানান, গত বছর আমরা ভালো ব্যবসা করেছিলাম, কিন্তু এ বছর লোক সমাগম কম হওয়ায় আমাদের বেচা-কেনাও অনেক কম । কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র ব্যবসায়ী মেহেরুল ইসলাম, কাওসার আলী ও শ্রী উত্তম কুমার জানান, আমরা যে পরিকল্পনা নিয়ে মেলায় দোকান বরাদ্দ নিয়েছিলাম, তার অর্ধেকও ব্যবসা হচ্ছে না । তবে লোহার তৈরি বিভিন্ন ব্যবহার্য দ্রব্যাদি বিক্রেতা মুন্টু কর্মকার ও শ্রী নিখীল কর্মকার বলেন, আমাদের ব্যবসা তুলনামূলক ভালো চলছে, আশা করছি আরো কিছুদিন আমরা বেচা-কেনা ভালোই করতে পারব । মেলা পরিচালনায় দায়িত্বরত মো: সুমন আলী জানান, আমরা ছয় বছর যাবৎ এই মেলাটি পরিচালনা করে আসছি, এবারও অত্যন্ত শৃংখলার সাথেই আমরা মেলা পরিচালনা করে আসছি । আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও আমাদেরকে পর্যাপ্ত সহযোগীতা করেছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :