বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

খানসামায় সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৫:০০ অপরাহ্ন

দিনাজপুর থেকে : দৈনিক প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, মিথ্যা মামলায় আটকের প্র‌তিবা‌দ ও নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা প্রেসক্লা‌ব (পাকেরহাট) এর আয়োজনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তারা শুধু রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি, ন্যক্কারজনক এই ঘটনার মাধ্যমে দেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ করায় রোজিনাকে নির্যাতন করে পুলিশে দেওয়া হয়েছে। গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তারা তাও কেড়ে নিতে চায়।

এ সময় বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। তারা দেশের গণ মাধ্যম কর্মীদের নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে বলেন, রোজিনা ইসলামের মুক্তির মাধ্যমে সাংবাদিক নির্যাতনের শেষ টানতে হবে।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা প্রেসক্লা‌বের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, প্রচার সম্পাদক এস এম রকি, মহিলা বিষয়ক সম্পাদক চৌধুরী নুপুর নাহার তাজ, সংবাদকর্মী আজিজার রহমান, মজনু আলম, কামরুজ্জামান, লায়ন ইসলাম, উজ্জ্বল রায় সহ অনেকে।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com