মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে বালিয়াদাঘী-দৌলতবাড়ি ক্রিকেট টুর্নামেন্টে দৌলতবাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৩:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের উত্তর জগন্নাথপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালিয়াদীঘি ক্রিকেট একাদশ বনাম দৌলতবাড়ি ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। যাতে দৌলতবাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে ২২ ইঞ্চি এল ই ডি টিভি ও পরাজিত দলকে ১৭ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।

২৭ ডিসেম্বর রোববার বিকেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও পরাজিত দলকে পুরষ্কার তুলে দেন, ৩নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. মমিনুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ দাইপুখুরিয়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মিন্টু।

আরও উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, বাংলাদেশ ছাত্রলীগের দাইপুখুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডলার মিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী, স্বেচ্ছাসেবক লীগ দাইপুখুরিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজিজুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com