মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

তাহিরপুরে সুপার জিরো সিক্স ও সুপার ওয়াই টুকে এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৮:৩০ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : রাজশাহী জেলার বাঘমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ব্যাচ ২০০০ ও এসএসসি ব্যাচ ২০০৬ এর আয়োজনে সুপার জিরো সিক্স ও সুপার ওয়াই টুকে এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপি তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে খেলায় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তাপস কুমার দাস পিন্টু, পৌর যুব লীগের সভাপতি আসাদুল ইসলাম,শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৌরভ চৌধুরী টেন্ডুল, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মো.মাসুদ রানা।

পৌরসভার কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তাহেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি নওসাদ আলী, সাধারণ সম্পাদক সন্দীপ রায় টিংকু, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শোভন, পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফিরোজ আলী, ছাত্রদল নেতা সুজন ও আব্দুর রশিদ।

ক্রিকেট ম্যাচে চ্যাম্পিন হয় ২০০৬ সালের ব্যাচ। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

খেলায় তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি শিক্ষার্থীবৃন্দ ও এলাকার জনসাধারণসহ প্রচুর দর্শকের সমাগম ঘটে। প্রীতি ম্যাচটি একটি মিলন মেলায় পরিনত হয় ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com