নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে স্বম্পন্ন হয়েছে। নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্থান্তর করা হবে ১০ নভেম্বর । ইতোমধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে । মোট ভোটার সংখ্যা ৯৬ জন হলেও ভোট প্রদান করেন ৯০ জন সদস্য ।
উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শেনের নির্বাচনের জন্য ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । এদের মধ্যে সভাপতি পদে আবদুল আওয়াল, শওকত জাহিদুল ইসলাম প্রিন্স ও ইসমাইল হোসেন । কিন্তু পরবর্তীতে ইসমাইল হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেন । সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: আব্দুল আওয়াল । নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত জাহিদুল ইসলাম প্রিন্স পেয়েছেন ২২ ভোট । সাধারণ সম্পাদক পদে ৩৪ বিজয়ী হয়েছেন মো: রুহুল আমিন । নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ পেয়েছেন ৩০ ভোট ।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সৈবুর রহমান, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসবাহুল মেসবাহ, অর্থ সম্পাদক পদে ফিরোজ আলী বিজয়ী হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুল গোফুর সূত্রে জানা গেছে । তিনি আরো জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্যে আনন্দ মূখর পরিবেশে শনিবার (৭ নভেম্বর) সোনামসজিদ পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে গণনার সময় বিকেল ৫ টার দিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি ।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো: আব্দুল গোফুর । সদস্য হিসেবে ছিলেন মো: মোখলেসুর রহমান ও মো: আনিসুজ্জামান ফল ।