আজ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান «» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ «» শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ

সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি আ: আওয়াল, সম্পাদক রুহুল

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে স্বম্পন্ন হয়েছে। নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্থান্তর করা হবে ১০ নভেম্বর । ইতোমধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে । মোট ভোটার সংখ্যা ৯৬ জন হলেও ভোট প্রদান করেন ৯০ জন সদস্য ।

উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শেনের নির্বাচনের জন্য ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । এদের মধ্যে সভাপতি পদে আবদুল আওয়াল, শওকত জাহিদুল ইসলাম প্রিন্স ও ইসমাইল হোসেন । কিন্তু পরবর্তীতে ইসমাইল হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেন । সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: আব্দুল আওয়াল । নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত জাহিদুল ইসলাম প্রিন্স পেয়েছেন ২২ ভোট । সাধারণ সম্পাদক পদে ৩৪ বিজয়ী হয়েছেন মো: রুহুল আমিন । নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ পেয়েছেন ৩০ ভোট ।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সৈবুর রহমান, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসবাহুল মেসবাহ, অর্থ সম্পাদক পদে ফিরোজ আলী বিজয়ী হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুল গোফুর সূত্রে জানা গেছে । তিনি আরো জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্যে আনন্দ মূখর পরিবেশে শনিবার (৭ নভেম্বর) সোনামসজিদ পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে গণনার সময় বিকেল ৫ টার দিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি ।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো: আব্দুল গোফুর । সদস্য হিসেবে ছিলেন মো: মোখলেসুর রহমান ও মো: আনিসুজ্জামান ফল ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :