আজ সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে বিলের ধারে একজনকে কোপানোর ঘটনায় মামলা, গ্রেফতার ১

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামাভান্ডার এলাকায় কুমিরাদহ বিলের ধারে মিনহাজুল ইসলাম নামে এক আম ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । মিনহাজুল ইসলামের পিতা নইমুদ্দিন আলী বাদি হয়ে রিয়াল সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা (১১/৫৯৩) দায়ের করেন ।

 

এদিকে মামলার প্রধান আসামি রিয়ালকে গ্রেপ্তার করে মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ । অপরদিকে ওই ঘটনায় একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোজাহিদ আলী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে । এর আগে রোববার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার কুমিরাদহ বিলে এ ঘটনা ঘটে ।

 

জানা গেছে রোববার রাত ৮টার দিকে তিন বন্ধু মিনহাজুল, মোজাহিদ ও রিয়াল মিলে চামাভান্ডার গ্রামের কুমিরাদহ বিলে যায় । এ সময় অতর্কিতভাবে মিনহাজুলকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় একদল দুর্বৃত্ত । এতে ঘটনাস্থল থেকেই মোজাহিদ নিখোঁজ হয় । পরে অপর বন্ধু রিয়াল কাউকে কিছু না বলেই নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে । স্থানীয় লোকজন খবর পেয়ে মিনহাজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, শুনেছি ঘটনার সময় এক সঙ্গেই ছিল । পরে রিয়াল নামে একজন বাড়িতে চলে আসে আর মোজাহিদ আলী নিখোঁজ হয় । এর আগে ফেনসিডিল মামলায় জেলও খেটেছেন রিয়াল ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রিয়াল নামের একজনকে গ্রেফতারের করে আদালতে সোপর্দ করা হয়েছে । গ্রেফতারের পর ঐ আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলোর সত্যতা যাচাই সহ তদন্ত চলমান রয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :