আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শিবগঞ্জে বিলের ধারে একজনকে কোপানোর ঘটনায় মামলা, গ্রেফতার ১

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামাভান্ডার এলাকায় কুমিরাদহ বিলের ধারে মিনহাজুল ইসলাম নামে এক আম ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । মিনহাজুল ইসলামের পিতা নইমুদ্দিন আলী বাদি হয়ে রিয়াল সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা (১১/৫৯৩) দায়ের করেন ।

 

এদিকে মামলার প্রধান আসামি রিয়ালকে গ্রেপ্তার করে মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ । অপরদিকে ওই ঘটনায় একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোজাহিদ আলী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে । এর আগে রোববার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার কুমিরাদহ বিলে এ ঘটনা ঘটে ।

 

জানা গেছে রোববার রাত ৮টার দিকে তিন বন্ধু মিনহাজুল, মোজাহিদ ও রিয়াল মিলে চামাভান্ডার গ্রামের কুমিরাদহ বিলে যায় । এ সময় অতর্কিতভাবে মিনহাজুলকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় একদল দুর্বৃত্ত । এতে ঘটনাস্থল থেকেই মোজাহিদ নিখোঁজ হয় । পরে অপর বন্ধু রিয়াল কাউকে কিছু না বলেই নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে । স্থানীয় লোকজন খবর পেয়ে মিনহাজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, শুনেছি ঘটনার সময় এক সঙ্গেই ছিল । পরে রিয়াল নামে একজন বাড়িতে চলে আসে আর মোজাহিদ আলী নিখোঁজ হয় । এর আগে ফেনসিডিল মামলায় জেলও খেটেছেন রিয়াল ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রিয়াল নামের একজনকে গ্রেফতারের করে আদালতে সোপর্দ করা হয়েছে । গ্রেফতারের পর ঐ আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলোর সত্যতা যাচাই সহ তদন্ত চলমান রয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :