আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

শিবগঞ্জে বিলের ধারে একজনকে কোপানোর ঘটনায় মামলা, গ্রেফতার ১

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামাভান্ডার এলাকায় কুমিরাদহ বিলের ধারে মিনহাজুল ইসলাম নামে এক আম ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । মিনহাজুল ইসলামের পিতা নইমুদ্দিন আলী বাদি হয়ে রিয়াল সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা (১১/৫৯৩) দায়ের করেন ।

 

এদিকে মামলার প্রধান আসামি রিয়ালকে গ্রেপ্তার করে মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ । অপরদিকে ওই ঘটনায় একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোজাহিদ আলী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে । এর আগে রোববার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার কুমিরাদহ বিলে এ ঘটনা ঘটে ।

 

জানা গেছে রোববার রাত ৮টার দিকে তিন বন্ধু মিনহাজুল, মোজাহিদ ও রিয়াল মিলে চামাভান্ডার গ্রামের কুমিরাদহ বিলে যায় । এ সময় অতর্কিতভাবে মিনহাজুলকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় একদল দুর্বৃত্ত । এতে ঘটনাস্থল থেকেই মোজাহিদ নিখোঁজ হয় । পরে অপর বন্ধু রিয়াল কাউকে কিছু না বলেই নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে । স্থানীয় লোকজন খবর পেয়ে মিনহাজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, শুনেছি ঘটনার সময় এক সঙ্গেই ছিল । পরে রিয়াল নামে একজন বাড়িতে চলে আসে আর মোজাহিদ আলী নিখোঁজ হয় । এর আগে ফেনসিডিল মামলায় জেলও খেটেছেন রিয়াল ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রিয়াল নামের একজনকে গ্রেফতারের করে আদালতে সোপর্দ করা হয়েছে । গ্রেফতারের পর ঐ আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলোর সত্যতা যাচাই সহ তদন্ত চলমান রয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :