নিউজ ডেস্ক : দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চকের রোজলী বেগম। দারিদ্রতার ঘোরে নিজের স্বাভাবিক জীবন পরিচালনায় যাঁর কঠিন, তদুপরি বিভিন্ন রোগের আক্রমণ তাঁকে কিভাবে ঘায়েল করতে পারে তা সকলেরই জানা। তাহলে কি অর্থাভাবে চিকিৎসার না করেই মারা যাবে রোজলী বেগম ? না ! এমন অসহায় ও দুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর মতো সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি রয়েছেন যাদের সামান্য একটু ত্যাগ ও সহানুভূতিই পারে এমন একটি থেমে যাওয়া জীবনকে পুন:রায় গতিশীল করার চেষ্টা করতে। ঠিক তেমনই একজন সমাজসেবক, শিবগঞ্জ পৌর এলাকার সৈয়দ পরিবারের সন্তান ও জি.কে. ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম সংবাদ পেয়েই ছুটে গেলেন সেই অসহায় রোগী রোজলী বেগমের কাছে। তাঁর চিকিৎসার সার্র্বিক দায়িত্ব নিয়ে সৈয়দ মনিরুল ইসলাম জানান, এমন অসহায় ও দুস্থ রোগীর পাশে দাঁড়ানো আমাদের সকলেরই দায়িত্ব। আমি অসহায় এই রোজলী বেগমের চিকিৎসার দায়িত্ব নিলাম। এসময় এভাবে যেন শিবগঞ্জের সকল অসহায় মানুষের পাশে থেকেই তিনি কাজ করে যেতে পারেন সেজন্য সকলের দোয়াও কামনা করেন।
শিবগঞ্জের অসহায় রোগী রোজলী বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন সৈয়দ মনিরুল ইসলাম
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 3 October 2020, সময় : 3:38 PM
আপনার মতামত দিন :