আজ রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

শিবগঞ্জে নিজ নামীয় জমিতে গাছ কেটে ফেলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ নামীয় জমিতে জোরপূর্বক নিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে । শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙ্গা গ্রামের মৃত তাসরুদ্দিন পন্ডিতের ছেলে আমিনুল ইসলাম মাস্টার এই মর্মে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ সূত্রে তিনি বলেন, প্রায় ৩৭ বছর আগে আমি জমি কিনে নেয়ার পর ৩৫ বছর থেকে এখানে বাড়ি করে বসবাস করে আসছি । এই জমির মালিকানার প্রয়োজনীয় সকল কাগজপত্র আমাদের নামে থাকার পরেও গত ১৮ সেপ্টেম্বর বিকেলে হঠাত কালুপুরের মোকবুল হোসেন, বাসিরুল ইসলাম, সেরিনা বেগম, শ্রী বিরেন, আব্দুর রাকিব ও মাসুদ রানা নামক লোকজন এসে নিজেদের জমি দাবী করে আমার জমিতে থাকা ১০ হাজার টাকা মূল্যের একটি নিম গাছ কেটে ফেলে । আমরা এই মর্মে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি । আমরা এর সুষ্ঠু বিচার চাই । এছাড়াও বিভিন্ন সময়ে অত্র জমিতে থাকা পেঁপে গাছ, ছোট আমগাছ ও মেহেদী গাছ সহ বিভিন্ন গাছ কেটে ফেলার অভিযোগও করেন তিনি । তবে এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাকিব এর ভাই আব্দুর রাজিব রাজু (চেয়ারম্যান) জানান, গাছ কাটার বিষয়টি মিথ্যা । ঐ জমি নিয়ে এর আগে আমরা ২ বার আমাদের পক্ষে আদালতের রায় পেয়েছি । এরপরও আমিনুল ইসলাম বার বার এভাবে অভিযোগ দায়ের করে হয়রানি করার চেষ্টা করছেন । অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদা খাতুন জানান, অভিযোগটি আমি গতকাল হাতে পেয়েছি, তদন্তে যাব, এরপর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :