কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ২ সেপ্টেম্বর বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ তরুণ সমাজ আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
পৌর এলাকার শাহীবাগ আম বাগানে মিনি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করেন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন সালেহ, সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ওমর ফারুক সুমন, যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুজ্জামান মাসুসসহ ছাত্রলীগ ও যুব লীগের নেতা কর্মী বৃন্দ।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. রমজান ইসলাম সোহান উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে ।