নিউজ ডেস্ক : মঙ্গলববার ২১ জুলাই বেলা সকাল অনুমান ১০ টায় রাজশাহীর দুর্গাপুরে হোজা নদীতে পানির প্রবল স্রোতে ভেসে যাওয়া তিন শিশুকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো: আতিক।স্রোতে ভেসে যাওয়া ওই তিন শিশু হলো দুর্গাপুরের স্থানীয় ইয়ানুস আলীর পুত্র রুবেল (১০), কলেজ শিক্ষক আয়নালের পুত্র স্বচ্ছ (১০) ও দুর্গাপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জাকির হোসেনের পুত্র মাহাদী (১১)। উল্লেখ্য, মঙ্গলবার সকাল দশটার দিকে তিন শিশু খেলা করছিল দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনে। খেলার ছলে ওই তিন শিশু মন্দিরের পেছন দিয়ে বয়ে যাওয়া হোজা নদীতে পা ভেজাতে যায়।গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টিপাতের কারনে ঝুলন্ত ব্রিজের উপর দিয়েই পানির স্রোত প্রবল বেগে বয়ে যেতে থাকে। ওই তিন শিশু পানিতে নেমে নদীর মাঝামাঝি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যেতেই পানির প্রবল স্রোতে ভেসে যায় ও বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এ সময় অনেকেই আশেপাশে থাকলেও কেউ এগিয়ে যাননি ওই তিন শিশুকে বাঁচাতে। তবে ওই তিন শিশুর ভেসে যাওয়ার সে দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকতে পারেননি পুলিশ কনস্টেবল আতিক । নিজের জীবনের ঝুঁকি নিয়ে তৎক্ষণাৎ নদীতে নেমে গিয়ে প্রবল স্রোতে ভেসে যাওয়া ওই তিন শিশুকে টেনে তুলেন আতিক। দেশ ও জাতির প্রতি অর্পিত দায়িত্ববোধ থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সবসময় সাধারন জনগনের পাশে রয়েছে রাজশাহী জেলা পুলিশ ।
রাজশাহীর দুর্গাপুরে নদীতে ভেসে যাওয়া তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ কনস্টেবল আতিক
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 22 July 2020, সময় : 1:18 PM
আপনার মতামত দিন :