আজ রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ভুমিদস্যুদের হাত থেকে আদিবাসীদের বসতবাড়ি রক্ষায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পৃথিবী সংবাদ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে টংপাড়া গ্রামের আদিবাসীরা তাদের  বসতবাড়ি ভুমিদস্যুদের হাত থেকে রাক্ষার জন্য শনিবার   বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছে টংপাড়ার আদিবাসীরা।

১৮ ঝুলাই সকাল ১১টর  টংপাড়া গ্রাম হতে এক বিক্ষোভ মিছিল  বের হয়ে শিমুলতলা মোড় ঘুরে পুনরায়  একই জায়গার এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে টংপাড়া এলাকায় পুকুর পাড়ে প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় করুনা রাজোয়াড় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল,  স্থানীয় আদিবাসী নেতা  বিশ্বনাথ মাহাতো, রাজা নিরেন খালকো, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংঙ্গু মুরমু সহ আদিবাসী নেতারা।

সমাবেশে বক্তরা বলেন আদিবাসীরা যে জমিতে বসবাস করি তা খাস সম্পত্তি। এখানে কয়েকশো বছরধরে বসবাস করে আসছেন আদিবাসীরা। একটি কুচক্রী মহল আদিবাসীদের বসবাস রত বাড়ি ও জামি দখল করার চেষ্টা করছে। এই নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও উচ্ছেদের চেষ্টা করছে।

আদিবাসীরা আরও বলেন তাদের উপর নির্যাতন জুলুম করছে একটি প্রভাবশালী মহল।   এই বিষয়ে থানা মামলা করতে গেলে মামলা নেওয়া তো দুরের কথা আদিবাসীদের  সাথে দূর্ব্যবহার করছে পুলিশ। আদিবাসীদের  রক্ষার জন্য এগিয়ে আসা মুসলিম ভাইদের ওপর একাধিক  ভুয়া ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।  বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায়  ভুগছি। ভূমিদস্যুদের কাছ থেকে আদিবাসী দের বসতবাড়ি রক্ষায় ও জুলুম  নির্যাতনের বন্ধের দাবি জানায় পরিবারগুলো ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :