নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে জেলার প্রেরিত নমুনার মধ্যে ৬৯ টি নমুনার ফলাফল মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি নমুনা পজিটিভ। বাকী ৫৩ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।
তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৭ জনের মধ্যে ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এ জেলার আক্রান্তরা সবাই উপসর্গবিহীন।
প্রসঙ্গত: গত ২৯ জুনের পর চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার মাত্র ৬৯ টি নমুনার ফলাফল পাওয়া গেল। এছাড়াও রাজশাহী ও ঢাকার ২ ল্যাবে আরও ৫ শতাধিক নমুনা আটকে আছে ।