বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

শিবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে ২ ছাত্রের মৃত্যু

শনিবার, ৪ জুলাই, ২০২০, ৪:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে শনিবার গোসল করতে গিয়ে ডুবে মারা যায় দুই জন ছাত্র। জানাগেছে, গতকাল শনিবার দুপুর দুইটার দিকে ইসান খানসহ তার ৩/৪ জন বন্ধু পাগলা নদীর কালুপুর ঘাটে গোসল করতে গিয়ে ইসান খান (১৩) পানিতে ডুবে মারা যায়। তার এক বন্ধু সামিউল (১৩) নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ সামিউলকে শিবগঞ্জ ফায়ার সার্ভিস পরে উদ্ধার করতে সক্ষম হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামসুল আলম শাহ জানান, শনিবার দুপুর দুইটার দিকে ইসান খানসহ তার ৩/৪ জন বন্ধু পাগলা নদীতে গোসল করার সময় ইসান খান ও সামিউলকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী সহযোগীতায় ৩ ঘন্টা চেষ্টার পর ইসান খানকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com