নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত প্রোগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইমতিয়াজ ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জানিবুল ইসলাম জোসির নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সাধারন পাঠাগার, চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব, নয়াগোলা উচ্চ বিদ্যালয় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ওষুধী চারা রোপণ করা হয়। প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক নুরউদ্দিন জামিল রাজু, সাবেক সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ দিপু আলী, সদর পৌর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, ছাত্রনেতা – ফরিদ আহমেদ, আসিফ ইকবাল শিশির, মিজানুর রহমান সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 1 June 2020, সময় : 5:29 PM

আপনার মতামত দিন :