আজ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

ঈদুল ফিতরে ৫৫৫ পরিবারে ঈদসামগ্রী পৌঁছে দিলেন আ’লীগ নেতা এনামুল হক

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র ৫৫৫ পরিবারের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দিলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: এনামুল হক। ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ২৩ মে ২০২০ সহ গত কয়েকদিন থেকেই শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা, আলীডাঙ্গা ও শিবগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মো: এনামুল হক জানান, ঈদ মুসলমানদের জন্য অত্যন্ত খুশির একটি উৎসব। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অসংখ্য মানুষ বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর মানুষের জীবন যেন নিরস হয়ে পড়েছে। করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট অভাব যেন তাদেরকে ভুলিয়ে রেখেছে ঈদের কথা। স্থানীয় একজন দলীয় নেতা হিসেবে জনগনের কষ্টের কথা ভেবে পবিত্র ঈদুল ফিতরে তাদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করেছি। ইত:পূর্বেও আমি অসহায় মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও পাশেই থাকব ইনশাআল্লাহ। উল্লেখ্য, এর আগেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন ও অসহায় ৩ হাজার ৪৫৫ জন মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: এনামুল হক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মকান্ড সহ জনকল্যাণে শিবগঞ্জ পৌরসভার জনগনের পাশেই রয়েছেন তিনি। এর আগে এলাকার প্রায় ১ হাজার ৩ শত মানুষের মাঝে মাস্ক ও বিতরণ করেন আওয়ামীলীগের এই নেতা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :