ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দলিত হরিজন, প্রান্তিক জনগোষ্ঠী (কামার, কুমার, নাপিত, জুতা মেরামত ও বাঁশবেত প্রস্তুতকারী), বেদে সম্প্রদায়, ইমাম, পুরোহিত, দিনমজুর, রিক্সাচালক, ড্রাইভার, কুলি, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে । সোমবার ১১ মে ২০২০ শিবগঞ্জ সমাজসেবা কারূযালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস এর পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিমুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র এআরএম আজরী মো: কারিবুল হক রাজিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শিউলী বেগম ।
এসময় শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উনার সঠিক দিক নির্দেশনায় সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায় ও দুস্থদের সহযোগীতা প্রদান করে আসছে, আমরা তারই ধারাবাহিকতায় আজ শিবগঞ্জ উপজেলার ১৮০ জনের মাঝে ৫০০ টাকা করে আর্থিক সহযোগীতা প্রদান করলাম, পর্যায়ক্রমে এই উপজেলার ৫৪০ জনের নিকট এই অনুদান পৌঁছে দেয়া হবে ।