হাবিবুল বারি হাবিব : আবারো নতুনভাবে শুরু হয়েছে পদ্মার নদী ভাঙন । নতুন ভাঙনের তীব্রতায় মুহুর্তেই বিলীন হয়ে গেল প্রায় ২০ বিঘা ফসলী জমি । চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী, ঝাইলনাড়া, আইয়ুব আলীর বিশ্বাসটোলা ও পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । গত কয়েকদিন থেকে শুরু হওয়া এই ভাঙন যেন থামছেই না । এভাবে ভাঙতে থাকলে দোভাগী ও চর জগন্নাথপুরের শত শত বাড়িঘর ভেঙে কয়েক হাজার মানুষ হতে পারে গৃহহীন । স্থানীয় ওয়ার্ড সদস্য মো: সাইদুর রহমান জানান, বর্তমানে ভাঙনের যে তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে যে কোন মুহূর্তে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে । দীর্ঘদিন থেকে এই অঞ্চলে বাঁধ দেয়ার প্রক্রিয়া চলমান থাকলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি এখনো । আপাতত জিও ব্যাগ দিয়ে চলমান ভাঙন রোধের ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তিনি ।
শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা
সংবাদ ক্যাটাগরি : অন্যান্য || প্রকাশের তারিখ: 7 October 2024, সময় : 1:06 PM
আপনার মতামত দিন :