ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সৌজন্যে প্রথম পর্যায়ে শিবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ৪৫৫ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । বিতরণকালে স্থানীয় আওয়ামী ও যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন ।
এসময় মো: এনামুল হক বলেন, অসহায়দের সহযোগীতায় আমাদের এই ধারা অব্যাহত থাকবে, সেইসাথে আপনারা যারা বিত্তবান আছেন সবাই তাদের সহযোগীতায় এগিয়ে আসুন, আপনার একটু সাহায্য একজনের জীবন বাঁচার ঢাল হিসেবে কাজ করতে পারে এবং একটা পরিবারের একদিনের হাসি মুখের কারণ হতে পারে ।