আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

শিবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার তদারকি ও জরিমানা

স্টাফ রিপোর্টার : রবিবার ২৯ এপ্রিল ২০২০ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন ।

উক্ত অভিযানে মুদি দোকানগুলোতে কোন মূল্য তালিকা না থাকায়, মূল্যের অসামঞ্জস্যতা থাকায় এবং চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার না থাকায় ও কাঁচা সবজির মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এসব বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তামান্না এন্টারপ্রাইজ, মুজিবুর স্টোরকে ১,০০০(এক হাজার টাকা) করে ও সুমন স্টোরকে ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থাৎ মোট ৫,০০০(পাচঁ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন করা ইত্যাদি বিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে ।

উক্ত অভিযানে সহায়তা করেন জনাব মোঃ কোবাদ আলী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময়
এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :