আজ রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল «» সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের শপথ গ্রহন অনুষ্ঠিত «» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ

শিবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার তদারকি ও জরিমানা

স্টাফ রিপোর্টার : রবিবার ২৯ এপ্রিল ২০২০ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন ।

উক্ত অভিযানে মুদি দোকানগুলোতে কোন মূল্য তালিকা না থাকায়, মূল্যের অসামঞ্জস্যতা থাকায় এবং চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার না থাকায় ও কাঁচা সবজির মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এসব বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তামান্না এন্টারপ্রাইজ, মুজিবুর স্টোরকে ১,০০০(এক হাজার টাকা) করে ও সুমন স্টোরকে ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থাৎ মোট ৫,০০০(পাচঁ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন করা ইত্যাদি বিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে ।

উক্ত অভিযানে সহায়তা করেন জনাব মোঃ কোবাদ আলী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময়
এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :