কেউ না জানুক আমি জানি
কাউকে হারানোর স্বাদ,
ভালবাসলেই চোখে পানি
হবে স্বাধীন জীবন বাদ।
ভালোবাসা আশা-আকাঙ্ক্ষা স্বপ্ন
নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ।
ভালোবেসে না পেলেও হতে হবে ধন্য,
যদিও মনে দুঃখ কষ্ট হয় আবাদ
তাকে না পেলে জীবন না হয় বরবাদ।
কাউকে নিয়ে স্বপ্ন দেখা ভালো
স্বপ্ন দেখায় মনে প্রতিষ্ঠার আলো
স্বপ্ন মানে বহুদূর এগিয়ে চলো,
স্বপ্ন মানেই জীবনে ডাকা আঘাত
আঘাত পেরিয়ে জীবন করো আজাদ।
স্বপ্ন মানে যাকে চাও তাকে
না পেয়ে থেমে থাকা নয়,
স্বপ্ন মানেই দেখিয়ে দাও তাকে
তারচেয়েও বেশি করেছো জয়
আমি জানি তুমি কোন টাকে
কখনো করো না ভয়
জানি তোমার ধৈর্য্য অগাধ
দোয়া আল্লাহ ছাড়া হবে না সামাদ।
কবিতা : জীবনের বাস্তবতা -আজিজুল হক
সংবাদ ক্যাটাগরি : কবিতা || প্রকাশের তারিখ: 21 April 2020, সময় : 9:30 AM
আপনার মতামত দিন :