ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, গরিব রোগীর বাঁচায় প্রাণ” এই স্লোগানকে সৃমনে রেখে আজ মঙ্গলবার ২১ এপ্রিল ২০২০ সকালে সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস এর ৪৪ জন রোগীর মাঝে ৫০ হাজার করে মোট ২২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে । শিবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: শিমুল আখতার এর সভাপতিত্বে উক্ত চেক বিতরণে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শিউলী বেগম, সহ অন্যান্যরা ।
শিবগঞ্জে ক্যান্সার, কিডনী ও লিভার রোগীদের মাঝে ২২ লক্ষ টাকার চেক বিতরণ
সংবাদ ক্যাটাগরি : জাতীয় || প্রকাশের তারিখ: 21 April 2020, সময় : 9:09 AM
আপনার মতামত দিন :