ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দুর্লভপুর বাজার এলাকার কয়েকটি পরিবার বঞ্চিত ছিল এসকল ত্রাণ সামগ্রী থেকে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তাদের বক্তব্য ছিল “ভোটের খবর সবাই নেয়, কিন্তু পেটের খবর কেউ নেয় না” এবং এই শিরোনামেই গত ১০ এপ্রিল অনলাইন সংবাদ মাধ্যম দৈনিক পৃথিবী সংবাদে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সেই সংবাদের প্রেক্ষিতেই আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২০ শিবগঞ্জের বড়ভাই-ছোটভাই ও বন্ধু মহল নামের একটি সংগঠন ২ টি পরিবারের নিকট পৌঁছে দেয় খাদ্য সামগ্রী।
পৃথিবী সংবাদে সংবাদ প্রকাশের পর খাবার পেলো ২টি পরিবার
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 16 April 2020, সময় : 6:44 PM
আপনার মতামত দিন :