হাবিবুল বারি হাবিব : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালো “বড় ভাই, ছোট ভাই ও বন্ধু মহল” নামের একটি সংঘ। বুধবার ১৫ এপ্রিল ২০২০ শিবগঞ্জের ৯৬ টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু ও সাবান বিতরণ করে সংঘটি। খাদ্য সামগ্রী বিতরণের পৃষ্ঠপোষকতায় ছিলেন শিবগঞ্জের কৃতি সন্তান ও কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এবং সার্বিক সহযোগীতায় ছিলেন মো: সুমন হায়দার। সাক্ষাৎকারে মো: সুমন হায়দার পৃথিবী সংবাদ কে বলেন, বর্তমানে সকল মানুষ, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো অনেক অসহায় হয়ে পড়েছে। আমাদের সামান্য উপহার সেসব অসহায় ও অভুক্ত মানুষ গুলোর মুখের হাসির কারণ হতে পারে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়া, আমাদের এই প্রয়াস আগামী দিনেও সাধ্যমতো চলমান থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে সমাজের বিত্তবান মানুষদেরকে বর্তমানের এই ক্রান্তিলগ্নে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোরও আহŸান জানান মো: সুমন হায়দার।
শিবগঞ্জে বড় ভাই, ছোট ভাই ও বন্ধু মহলের ত্রাণ বিতরণ -পৃথিবী সংবাদ
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 15 April 2020, সময় : 6:21 PM
আপনার মতামত দিন :