ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শ্যামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মোট ৩৩০ টি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে । রবিবার ১৩ এপ্রিল ২০২০ সকালে শ্যামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে স্ব স্ব ওয়ার্ড সদস্যের হাতে বন্টনকৃত চালের বস্তা তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: খাইরুল ইসলাম । এসময় শ্যামপুর ইউনিয়নে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ও উপস্থিত ছিলেন । এরপর স্ব স্ব ওয়ার্ডের ওয়ার্ড সদস্যরা সকাল থেকে বিকেল পর্যন্ত তালিকা ভিত্তিক বাড়িতে বাড়িতে গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেন ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: খাইরুল ইসলাম পৃথিবী সংবাদকে বলেন, আমরা দরিদ্র ও কর্মহীন পরিবারের সংখ্যা হিসেবে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ পাইনি । এর আগে কয়েকদিন পূর্বে প্রথম ধাপে ৪৪০ টি পরিবারে ৫ কেজি করে চাল বিতরণ করেছি, দ্বিতীয় ধাপে আজ অগ্রাধিকারের ভিত্তিতে ৩৭০ টি পরিবারে বিতরণ করছি । পরবর্তীতে বরাদ্দ পেলেই আমরা ক্রমান্বয়ে তা পৌঁছে দিব দরিদ্রদের হাতে । সুষ্ঠুভাবে বন্টনের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে ১১ সদস্যের কমিটিও আছে বলে জানেন চেয়ারম্যান মো: খাইরুল ইসলাম ।