ডেস্ক রিপোর্ট : অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মোবারকপুর জোহরপুরে পলিথিনের তৈরি কুঁড়েতে বসবাসকারী লাল ভানু পেয়েছে খাদ্য সামগ্রী। রবিবার ৫ এপ্রিল ২০২০ বিকেলে লাল ভানুর বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিমুল আকতার ও শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফুল ইসলাম। এর আগে গতকাল ৪ এপ্রিল বহুল প্রচলিত অনলাইন সংবাদ মাধ্যম লালসবুজের কন্ঠ ও পৃথিবী সংবাদে “ভোট না থাকায় ত্রাণের খাবার পাচ্ছেন না শিবগঞ্জের লাল ভানু” মর্মে সংবাদ প্রকাশিত হলে আজ স্থানীয় সংসদ সদস্য, ইউএনও এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাবার নিয়ে ছুটে যান তাঁর বাড়িতে। খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে যান লাল ভানু।
সংবাদ প্রকাশের পরপরই খাবার পেলেন শিবগঞ্জের লাল ভানু
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 5 April 2020, সময় : 6:22 PM
আপনার মতামত দিন :