নিজস্ব প্রতিবেদক : মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারণে সারাদেশে আজ অবরুদ্ধ। বিশেষ করে দিনআনে দিন খায় খেঁটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে।
মানবিক দিক বিবেচনা করে সে সব দরিদ্র গরীব মানুষগুলোর বাড়িতে বাড়িতে চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মুড়ি পৌঁছে দিয়েছেন
স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘স্পর্শ’র সদস্যরা।
শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘স্পর্শ’ এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান, নামোশংকরবাটী, বড়িপাড়া, টিকরামপুর, নতুন হাটসহ বেশকিছু গ্রামে কর্মহীন ১২০ টিনপরিবারের মাঝে অটোরিকশা যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডা. আল মামুন ও মিনার আহমেদসহ সংস্থার স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ ।