আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

শিবগঞ্জে আমের বর্তমান অবস্থা ও সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট : আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর চাঁপাইনবাবগঞ্জে আমের খোঁজ নিলে শিবগঞ্জের নামটি শুরুতেই আসে, কেননা বাংলাদেশের সর্ববৃহত আমের বাজার কানসাট আমবাজার শিবগঞ্জেই অবস্থিত। শিবগঞ্জের এই আমবাজার থেকেই আম মৌসুমে প্রতিদিন শত শত ট্রাক আম রপ্তানি হয় দেশের বিভিন্ন এলাকায়। ফলে দেশের অর্থনীতিতে ভূমিকা যাই হোক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের অর্থনীতিতে আমের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তবে ফরমালিন আতঙ্ক, সারাদেশে সামগ্রিকভাবে আমের উৎপাদন বেড়ে যাওয়া ও বিদেশে কাঙ্খিত পরিমাণে আম রপ্তানি না হওয়া সহ বেশ কিছু কারনে গত কয়েক বছর ধরে আমে কাঙ্খিত মূল্য পাচ্ছেনা আমচাষীরা।

এবছর আম মৌসুমের শুরুতেই মুকুলে মুকুলে ভরে গেছে বাগানের সব আমগাছ। আমের মুকুল স্বপ্ন দেখাচ্ছে চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জের আম চাষী ও ব্যবসায়ীদের। ইত:মধ্যেই কিছু কিছু মুকুলে দেখা দিয়েছে আমের গুটি। তবে গুটির শুরুতেই হালকা বৃষ্টির কারনে আমের কিছুটা ক্ষতিরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম আমিনুজ্জামান বলেন, এবছর শিবগঞ্জে প্রায় ১৯ হাজার ১ শত হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং এসব আম গাছে ৭০ থেকে ৭২ শতাংশ মুকুল এসেছে। মৌসুমের শুরুতেই হালকা বৃষ্টিপাত আমের উপর খারাপ প্রভাব ফেলতে পারে কিনা এ বিষয়ে তিনি বলেন, হালকা এই বৃষ্টিতে আমের তেমন ক্ষতি হওয়ার কথা নয়, তবে আগামী কিছুদিনের মধ্যে আবার ভারী বৃষ্টি হলে ক্ষতি হতে পারে। উপজেলার বিভিন্ন এলাকায় আমগাছের বিভিন্ন রোগ, কাঙ্খিত দাম না পেয়ে হতাশায় আমগাছ কেটে অন্য ফসল চাষ ও পুকুর খননে আমগাছ কর্তনের ফলে গত বছরের তুলনায় আমের চাষ কমেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু গাছ কর্তন করা হলেও আমরা অনেক নতুন নতুন আমবাগান লক্ষ্য করেছি ফলে উপজেলায় আমচাষ কমেনি এবং পূর্বে শিবগঞ্জের অর্থনীতিতে আম যেভাবে ভূমিকা রেখেছিল এবছরও তাই রাখবে বলে আমরা আশাবাদী।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :