মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেড় ডজন ব্যাংকের ঋণের সীমা লঙ্ঘন চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার ট্রুপস থাকবে : প্রেস সচিব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় নিয়ন্ত্রণমুক্ত করা জরুরি: জামায়াত আমির বাংলাদেশে সন্ত্রাসবাদের স্থান নেই, মার্কিন দূতকে জানালেন প্রধান উপদেষ্টা বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র তাপদাহ, সতর্কতা জারি আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ

ভারতে নারী ভাতা নিলেন ১৪ হাজার পুরুষ

রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

ভারতে নারীদের জন্য বরাদ্দ ভাতা গ্রহণ করেছেন ১৪ হাজার পুরুষ।গত বছর মহারাষ্ট্রের দরিদ্র নারীদের জন্য মাসিক ১৫০০ রুপি সহায়তা বরাদ্দ করা হয়। কিন্তু দেখা যায়, সেই সহায়তা নিয়েছেন অনেক পুরুষ, সংখ্যা তা ১৪ হাজারেরও বেশি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর নির্বাচনে জয়ের পর রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য লাড়কিবহীণ নামে প্রকল্প শুরু করে মহারাষ্ট্র সরকার। যার আওতায় নারীদের প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা করে তারা। শর্ত রাখা হয়, যে সকল পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ বা তার নীচে। তারাই একমাত্র এই সরকারি অনুদান পাবেন।

সম্প্রতি নারী ও শিশু উন্নয়ন বিভাগের একটি সমীক্ষায় একটি সমীক্ষায় দেখা গিয়েছে, গত ১০ মাসে নারীদের পাশাপাশি এই প্রকল্পে টাকা পেয়েছে পুরুষরাও। তথ্য বলছে, এই সময়কালে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে দেড় হাজার টাকা অনুদান পেয়েছেন ১৪ হাজার ২৯৮ জন পুরুষ। অভিযোগ, অনলাইন রেজিস্ট্রেশনে কারচুপি করে নিজেদের নারী পরিচয় দিয়েছেন তারা। যার জেরে সরকারি তহবিল থেকে খরচ হয়েছে বাড়তি ২১ কোটি ৪৪ লাখ টাকা।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, ‘লাড়কি বহীণ প্রকল্প গরিব নারীদের জন্য সূচনা হয়েছিল। কিন্তু কীভাবে এই প্রকল্পের সুবিধা পুরুষরা পেল, তা জানা নেই। তবে আমরা এই টাকা উদ্ধার করেই ছাড়ব এবং সেই ব্যক্তিদের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’


এই বিভাগের আরও
Theme Created By ThemesDealer.Com