আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

সাগর আলীর ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে না

নিউজ ডেস্ক : সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে। তার স্বপ্ন ছিল সে ভবিষ্যতে একজন ডাক্তার হবে । সাগর আলী তার স্বপ্নকে পূরণ করতে চলছে। সে এবারে সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে । সে কলেজে ভর্তিও হবে । কিন্তু তার দিনমজুর বাবা মোঃ আবু তালেব ও মাতা মোসাঃ লিলি বেগম ছেলের পড়ালেখার খরচ চালানোর ব্যাপারে হতাশায় ভুগছেন। আবু তালেব তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে রানিহাটি বাজারে চট-ছালা বিছিয়ে চাল-খুদ বিক্রি করে ।তার দৈনন্দিন আয় থেকে পরিবারের ডাল ভাতের ব্যবস্থা হলেও ছেলে সাগর আলীর মেডিকেলে লেখাপড়ার খরচ চালানো তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। ছেলে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় আবু তালেব ও লিলি বেগম অত্যন্ত খুশি হয়েছেন। কিন্তু ছেলের পড়ালেখার খরচ যোগানোর কথা মনে হলেই তারা হতাশ হয়ে পড়ছেন। তারা ছেলে সাগর আলীর স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখা-পড়ার খরচ চালানোর জন্য স্বহৃদয় ব্যক্তিসহ সরকারি-বেসরকারি সংস্থার মালিকদের এগিয়ে আসার অনুরোধ করেছেন। যারা মোঃ সাগর আলীর স্বপ্ন পূরণে সাহায্য করতে চান তাদের সাগর আলীর নিজস্ব ০১৭৭৬-৭৯৭৪৬৯ এই বিকাশ ও ০১৭৯৮-৩৯০৫৬৯ রকেট নাম্বারে অথবা মোঃ জালাল উদ্দিন সাংবাদিকের ০১৭১৩-৮২৮৩৫৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :