আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যাকারী তরিকুল বন্দুকযুদ্ধে নিহত

চাঁপাইনবাবগঞ্জে ৬বছরের শিশু রিমা ধর্ষণ ও হত্যাকারী তরিকুল ওরফে সাদ্দাম (৩৫) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত তরিকুল ওরফে সাদ্দাম হচ্ছেন সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের নোমানের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্য সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি আটক করে। পরে তাকে নিয়ে আসার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় তরিকুল ওরফে সাদ্দামের সহুযোগিরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়।
এসময় তরিকুল ওরফে সাদ্দাম বুকে গুলিবিদ্ধ হলে তাকে রাত ৯টার দিকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সদর উপজেলার চরবাডাঙ্গা গ্রামের রুহুল আমিনের শিশু কন্যা প্রথম শ্রেণির ছাত্রী রিমাকে ধর্ষনের পর হত্যা করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাঁশঝাড়ের একটি গর্তে ফেলে দেয়া হয়।
এঘটনায় নিহত রিমার পিতা গতকাল বুধবার রুহুল আমিন বাদি হয়ে তরিকুলসহ ৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পলাতক তুরিকুলের বাড়ি থেকে নিহত রিমার পরনের প্যান্ট উদ্ধার করা হয়।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :