চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদা মনের মানুষ খ্যাত ও বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিকের সাথে যৌথভাবে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে স্থানীয় শান্তি নিবিড় পাঠাগার । মঙ্গলবার (৬ মে) সকাল ১০ টায় এ কর্মসূচী পালন করা হয় । এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আখতারুজ্জামান সিহাব, দেলোয়ার জাহান, নুরুল ইসলাম নূর ও শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক মো: নাহিদ উজ্জামান । এসময় এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয় । বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিক শান্তি নিবিড় পাঠাগারের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন । উল্লেখ্য, শিবগঞ্জের শান্তি নিবিড় পাঠাগার এর আগেও অসহায় মানুষকে আর্থিক সহযোগীতা প্রদান ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ।
শিবগঞ্জে বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিক ও শান্তি নিবিড় পাঠাগারের যৌথ বৃক্ষরোপন
সংবাদ ক্যাটাগরি : Uncategorized || প্রকাশের তারিখ: 8 May 2025, সময় : 9:33 PM
আপনার মতামত দিন :