আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

যাত্রীর সাথে বাকবিতন্ডা, হামলায় গুরুতর আহত ট্রেন পরিচালক

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী রেলওয়ে স্টেশনে একজন যাত্রীর সাথে টিকিট কাটা, ভাড়া ও ট্রেন ছাড়ার সময় নিয়ে কথা কাটাকাটি হয় সকাল ৬টা ৪৫ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী সাটল ট্রেনের সহকারী ড্রাইভার রফিকুল ইসলামের সাথে।

এই ঘটনার সূত্র ধরেই চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে ট্রেন থামার পর সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে ৫-৬ যুবক আতর্কিত হামলা চালায় ট্রেন পরিচালক পার্থ প্রতিম মজুমদারের উপর। গুরুতর আহত অবস্থায় রেলওয়ে স্টেশনের অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সাটল ট্রেনের যাত্রীর সাথে টিকিট কাটা, ভাড়া ও বিলম্বে ট্রেন ছাড়া নিয়ে কথা কাটাকাটি হয় এক যাত্রীর সাথে। সহকারী ড্রাইভার রফিকুল ইসলাম ওই যাত্রীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, ট্রেন ছাড়ার দায়িত্ব আমাদের হাতে নেয়।

এটি নিয়ন্ত্রণ করে রেলওয়ের কন্ট্রোল বিভাগ এবং তাদের নির্দেশনা ছাড়া ট্রেন যাতায়াত করতে পারে না। কিন্তু সেই যাত্রী সেইসব কথা না বুঝেই ৫-৬ জনকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন থামা মাত্রই মারধর শুরু করে। ট্রেন পরিচালক পার্থ প্রতিমের কাছে থাকা অর্থ ও মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার সময় ১নং প্লাটফরমে মেইল ট্রেন দাড়িয়ে থাকায় ও সাটল ট্রেনটি এসে ২নং প্লাটফরমে থামার ফলে নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে যায়। ২০-২৫ বছর বয়সী সেসব যুবকরা মারধরের সাথে সাথেই মোটরসাইকেলে পালিয়ে যায়। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানা পুলিশ, জিআরপি পুলিশসহ রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার মনিরুল ইসলাম।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :