আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ ও শাস্তির  দাবীতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক : মিথ্যা তথ্য প্রচার করে হয়রানির প্রতিবাদ ও সত্য উদঘাটন করে জমি জবর দখলমুক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার । বুধবার ২৪ জানুয়ারী ২০২৪ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের সাইফুদ্দিন মন্ডলের ছেলে মানিরুদ্দিন মন্ডল সিপ্লব বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে হয়রানি ও মানহানির প্রতিবাদ জানাচ্ছি । এসময় তিনি অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাই আমানুল্লাহ আমান ১৯৭২ সালে ৫২ বিঘা জমির কয়েকটি জাল দলিল তৈরি করে । সেসব জমি ২০২২ সালে মেয়ে রিজিয়া আমান ও তার ছেলে সোহেল আমান আর্জেন্টকে রেজিস্ট্রি করে দেয়ার কিছুদিন পর মারা যান তিনি । ঐসব জমিতে আমাদের পৈতৃক সূত্রে অংশীদারিত্ব থাকায় বিষয়টি জানতে পেরে আমরা গোমস্তাপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করি । মামলাটি পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিলের পর থেকেই বিবাদীরা আমাদের বিরুদ্ধে নানারকম হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করছে । ফলে আতঙ্কের মধ্যে দিন পার করছি আমরা । মানিরুদ্দিন মন্ডল সিপ্লব আরো বলেন, জাল দলিল তৈরিকারক আমানুল্লাহ আমানের মৃত্যুর পরদিন তার ছেলে সোহেল আমান আর্জেন্ট তার নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করে, “আমার বাবার হুকুম আমি পালন করব এবং চরম প্রতিশোধ গ্রহণ করব।” বিষয়টি আমাদের উদ্দেশ্যে দেয়া হয়েছে, জানতে পেরে গত ২ জানুয়ারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় জিডি দায়ের করি। কিন্তু জিডি করার সাথে সাথেই আরো বেপরোয়া হয়ে উঠে সোহেল আমান আর্জেন্ট । সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, জিডি করার দিনই সোহেল আমান আর্জেন্টের সহযোগী সোহেল রানাসহ তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের ২.৬৫ একর সম্পত্তি দখলের চেষ্টা করতে যায়। এসময় বাধা দিতে গেলে আমাদের উপর ব্যাপক হামলা চালায় ও মারধর করে। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হয়। আমাদের উপর হামলা চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধেই নাচোল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা বানোয়াট মামলায় আমাদের দোষী প্রমাণিত না করতে পেরে গত ১৬ জানুয়ারি রাতে সোহেল আমান আর্জেন্ট ও রিজিয়া আমান আমাদেরকে আতঙ্কিত করতে ও ভয়ভীতি দেখাতে বোমার বিস্ফোরণ ঘটায় । এমনকি ভুক্তভোগী পরিবারের স্বজন হওয়ার সুবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিনকে নিয়েও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করে সোহেল আমান আর্জেন্ট । এমন একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবককে নিয়ে এমন মিথ্যা বানোয়াট তথ্য তুলে ধরার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । সোহেল আমান আর্জেন্টের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :