হাবিবুল বারি হাবিব : সমাজসেবায় বিশেষ অবদান রাখায় “বিজয় কেতন সম্মাননা ২০২২-২৩” অর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, আমদানী ও রপ্তানীকারক এবং সমাজসেবক মো: আরিফুল ইসলাম (ইতি) । শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী, সমাজসেবক ও সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য । এসময় সম্মাননা প্রাপ্ত মোট ১৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ব্যবসায়ী মো: আরিফুল ইসলাম কে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ । এবিষয়ে সম্মাননা প্রাপ্ত আরিফুল ইসলাম বলেন, ব্যবসার পাশাপাশি আমি সর্বদায় সমাজের মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ । এসময় সম্মাননা প্রদান করায় নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি ।
বিজয় কেতন সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম ইতি
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 26 December 2023, সময় : 7:11 AM
আপনার মতামত দিন :