আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে সংঘর্ষ, গুরুতর জখম ৪

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ গুরুতর জখম হয়েছে ৪ জন । সোমবার ৩রা জুলাই ২০২৩ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবরি গ্রামে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐদিন সকাল ৮ টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে জিলানী ও তার বংশীয় চাচা মুন্টু আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে জিলানী, তার বাবা তোজাম্মেল হক ও তার মা আলাপী বেগম মাথা ও শরীরে দেশীয় অস্ত্রের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয় । এসময় অপর পক্ষের মুন্টু আলীও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয় । এ ঘটনায় মো: জিলানী বাদি হয়ে ৮ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন । জানতে চাইলে এজাহারের বাদী মো: জিলানী বলেন, তারা জোর পূর্বক আমাদের জমি দখল করতে আসলে আমরা নিষেধ করি । এক পর্যায়ে আমার বংশীয় চাচা মুন্টু আলী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর আক্রমন করলে আমি ও আমার মা-বাবার মাথা ও শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হই । এরপর আমাদের ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আমি ও আমার মা এর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক আমাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন । বর্তমানে আমার মাথায় ২০ টি, মায়ের মাথায় ১৫ টি এবং বাবার মাথায় ৪ টি সেলাই রয়েছে । এমন ভয়ংকর আক্রমণের বিচার চেয়ে আমি শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছি এবং হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি । এদিকে অপর পক্ষের আহত মুন্টু আলীর স্ত্রী নাসরিন বেগম বলেন, আমরা নয়, বরং তারাই আমাদের জমিতে পায়খানা নির্মাণে বাধা ও গোসলখানা ভেঙে দিয়ে গন্ডগোল সৃষ্টি করেছে । স্থানীয় ওয়ার্ড সদস্য মো: তোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার কয়েক ঘন্টা করে খবর পেয়েই আমি সেখানে ছুটে যাই এবং উভয় পক্ষকেই মীমাংসা করে দেয়ার আশ্বাস দিয়ে এসেছি । উভয়ে সম্মত হলেই শালিসের মাধ্যমে মীমাংসা করা সম্ভব । এদিকে উক্ত ঘটনায় ভুক্তভোগী জিলানী কর্তৃক দায়েরকৃত এজাহার সম্পর্কে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: এসলাম হোসেন জানান, এজাহার পেয়েছি, বিষয়টি তদন্তনাধীন রয়েছে । তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :