হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ গুরুতর জখম হয়েছে ৪ জন । সোমবার ৩রা জুলাই ২০২৩ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবরি গ্রামে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐদিন সকাল ৮ টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে জিলানী ও তার বংশীয় চাচা মুন্টু আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে জিলানী, তার বাবা তোজাম্মেল হক ও তার মা আলাপী বেগম মাথা ও শরীরে দেশীয় অস্ত্রের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয় । এসময় অপর পক্ষের মুন্টু আলীও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয় । এ ঘটনায় মো: জিলানী বাদি হয়ে ৮ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন । জানতে চাইলে এজাহারের বাদী মো: জিলানী বলেন, তারা জোর পূর্বক আমাদের জমি দখল করতে আসলে আমরা নিষেধ করি । এক পর্যায়ে আমার বংশীয় চাচা মুন্টু আলী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর আক্রমন করলে আমি ও আমার মা-বাবার মাথা ও শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হই । এরপর আমাদের ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আমি ও আমার মা এর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক আমাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন । বর্তমানে আমার মাথায় ২০ টি, মায়ের মাথায় ১৫ টি এবং বাবার মাথায় ৪ টি সেলাই রয়েছে । এমন ভয়ংকর আক্রমণের বিচার চেয়ে আমি শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছি এবং হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি । এদিকে অপর পক্ষের আহত মুন্টু আলীর স্ত্রী নাসরিন বেগম বলেন, আমরা নয়, বরং তারাই আমাদের জমিতে পায়খানা নির্মাণে বাধা ও গোসলখানা ভেঙে দিয়ে গন্ডগোল সৃষ্টি করেছে । স্থানীয় ওয়ার্ড সদস্য মো: তোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার কয়েক ঘন্টা করে খবর পেয়েই আমি সেখানে ছুটে যাই এবং উভয় পক্ষকেই মীমাংসা করে দেয়ার আশ্বাস দিয়ে এসেছি । উভয়ে সম্মত হলেই শালিসের মাধ্যমে মীমাংসা করা সম্ভব । এদিকে উক্ত ঘটনায় ভুক্তভোগী জিলানী কর্তৃক দায়েরকৃত এজাহার সম্পর্কে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: এসলাম হোসেন জানান, এজাহার পেয়েছি, বিষয়টি তদন্তনাধীন রয়েছে । তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে সংঘর্ষ, গুরুতর জখম ৪
সংবাদ ক্যাটাগরি : শিবগঞ্জ || প্রকাশের তারিখ: 8 July 2023, সময় : 1:56 PM
আপনার মতামত দিন :