হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি” গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য “মানবতার দেয়াল” বিনামূল্যে শীতার্ত মানুষদের শীতবস্তুের উদ্বোধন করা হয়েছে ।
শিবগঞ্জে গৌড় ম্যাংগো সিটি নির্বাহী পরিচালক আলমগীর জয় এর সঞ্চালনায় মানবতার দেয়াল উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস । এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, শিবগঞ্জ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা খাতুন, জাফর আলি, আব্দুস সামাদ, শুভ হাসান, মোস্তফা, রবিউলসহ শিবগঞ্জ ২ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ ।
এসময় সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, যেহেতু সবাই ছাত্র সেহেতু ভবিষ্যতে নেতৃত্ব দিবেন আপনারাই । আপনাদের এ ধরনের কল্যাণকর কাজকে উৎসাহিত করতেই আমার আসা । আপনাদেরকে অন্য দশজন অনুসরণ করবে । আপনারা এমন ভাল ভাল কাজ করলে দেশের অন্যরাও ভাল কাজে উৎসাহিত হবে । তারা চাইলে শিবগঞ্জ পৌর শহরকেও একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করতে পারেন বলে উৎসাহিত করেন তিনি ।
মানবতার এই দেয়ালের প্রধান পৃষ্ঠপোষক আলমগীর জয় বলেন, এটি কোন সাধারণ দেয়াল নয়, এটি একটি মানবতার দেয়াল এখানে শুধু বস্ত্র ই থাকবে না থাকবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র । যাদের অতিরিক্ত জিনিসপত্র থাকবে, তারা এখানে রেখে যাবেন আর যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে নিয়ে যাবেন । তিনি এই দেয়ালে এলাকার সকল বিত্তবানদের কে সহযোগিতা করার আহ্বান জানান ।