হাবিবুল বারি হাবিব : আগামী ১১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচেছ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে এই ধাপের নির্বাচনের। প্রতীক বরাদ্দের পরপরই স্ব স্ব প্রতীক নিয়ে প্রচারণার মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত রয়েছেন মো: আবুল কালাম আজাদ মিঠু । বৃহস্পতিবার ৪ নভেম্বর ২০২১ নির্বাচনী প্রচারনাকালে চেয়ারম্যান প্রার্থী মো: আবুল কালাম আজাদ মিঠু বলেন, গোমস্তাপুর উপজেলার মধ্যে ১ নাম্বার গোমস্তাপুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন । এই ইউনিয়নে ধনী, গরীব, মুসলিম ও অমুসলিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে । সর্বশ্রেণীর জনগনের ব্যাপক উৎসাহ ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনে এসেছি । আমার নির্বাচনী গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক সহ বিভিন্ন প্রচারনামূলক প্রোগ্রামে জনগন যেভাবে সাড়া দিচ্ছে, আমি আশাবাদী আসন্ন নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে । আমি নির্বাচনে বিজয়ী হলে বিভিন্ন এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, দরিদ্র ও অসহায়দের জন্য বিনামূল্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান ও মাদক নির্মূলে যথাযথ পদক্ষেপ গ্রহন সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে গোমস্তাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাআল্লাহ । এসময় নির্বাচনে বিজয়ের জন্য গোমস্তাপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সার্বিক সহযোগীতাও কামনা করেছেন চেয়ারম্যান প্রার্থী মো: আবুল কালাম আজাদ মিঠু ।
এসময় স্থানীয় জনগন ও সাধারন ভোটাররাও এই প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন ।